ফেনীর ঐতিহ্যবাহি সোনাগাজী মো. ছাবের সরকারি
পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০০সালের ব্যাচের বিশ বছর
পুর্তি উপলক্ষে শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
দেয়া হয়েছে। শুক্রবার (১২ফেব্রুয়ারী) দিনব্যাপি
পুণর্মিলনি সভা , শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনার পর
বিভিন্ন ইভেন্টে ২০০০ ব্যাচের ২শতাধিক প্রাক্তন ছাত্র
এবং পরিবারের সদস্যরা অংশ নেন। সংবর্ধনায় প্রধান
অতিথি ছিলেন তৎকালিন প্রধান শিক্ষক কবির আহমদ।
তিনি প্রাক্তণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও আথিতিয়েতা
দেখে নিজেকে সফল শিক্ষক ও আয়োজকদের সফল ছাত্র
অবিহিত করেন। বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী
সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ নিতাই চরন ভোমিক ,
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম,
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
জয়নুল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক শামসুদ্দিন বশর,
ভুঞা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,
মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহম্মদ,
সিনিয়র শিক্ষক চিত্ত রঞ্জন কর্মকার, দুলাল চন্দ্র দাস,
সুলতান আহমদ, এরশাদ উল্লাহ মাইনুল হক । মেধাবী ছাত্র
জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সৈয়দ দীন মোহাম্মদ এবং
ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন , নুরুল হুদা
সায়েম, সৈয়দ মনির আহমদ, আবু ছায়েদ মাসুদ,
মিজানুর রহমান, আকবর হোসেন রিগ্যান, বিদ্যুৎ মহাজন, নিজাম উদ্দিন, সানজিদা আক্তার সোনিয়া, রেহানা
আক্তার রেনু, প্রকৌশলী মো. রুবেল প্রমূখ।
ডেস্ক / এমজিজে / ২০২১ / ০২১৩
২০২১-০২-১৩