ইতালির রেনেসাঁ যুগের শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির একটি শিল্পকর্ম সৌদি আরবের যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান কিনে নিয়েছেন বল জানা গেছে। ‘সালভাতর মুন্ডি’ নামের চিত্রকর্মটি যিশুখ্রিস্টের পোর্ট্রেট (প্রতিকৃতি)। বৃহস্পতিবার ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
গত ১৫ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত একটি নিলামে ৪৫ কোটি মার্কিন ডলার দামে চিত্রকর্মটি বিক্রি হয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ল্যুভর আবুধাবি জাদুঘর জানিয়েছে, আগামী বুধবার চিত্রকর্মটি প্রদর্শন করা হবে।
প্রতিবেদনে বলা হয়, চিত্রকর্মটি যুবরাজ বদর বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ বিন ফারহান আল-সৌদের নামে কেনা হয়। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, যুবরাজ মোহাম্মাদ বিন সালমানই (যিনি এমবিএস নামে পরিচিত) এই চিত্রকর্মটির প্রকৃত মালিক।
আরব উপসাগরীয় অঞ্চলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, চিত্রকর্মটি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের একজন প্রতিনিধি কিনেছেন।
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশের মধ্যে নতুন সামরিক, অর্থনীতিসহ নানা বিষয়ে চুক্তি ঘোষণা করেছে।
১৫০০ সালের দিকে আঁকা দা ভিঞ্চির ‘সালভাতর মুন্ডি’ চিত্রকর্মটির সর্বশেষ শিল্পকর্ম, যা ব্যক্তিগত কারো সংগ্রহে রয়েছে। ধারণা ছিল, এটি মূল বা আসল চিত্রকর্ম নয়। অবশ্য বেশ কয়েক বছর আগে এটি আসল বলে প্রমাণিত হয়।