লাকসাম রেলওয়ে জংশনে অবসরপ্রাপ্ত জেআরআই তোফাজ্জল হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে রেলের উন্নয়ন হয়। শ্রমিক কর্মচারীদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। যাত্রীরা রেলওয়ের অত্যাধুনিক সেবা গ্রহন করতে পারে। অন্যরা ক্ষমতায় এলে রেলওয়ে শ্রমিক কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডসেকের নামে চাকুরীচ্যুত করে। রেলওয়েকে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করে।
লাকসাম রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে ১নং প্লাটফর্ম চত্তরে ষ্টেশন মাস্টার জালাল উদ্দিনের সভাপতিত্বে ও লাকসাম রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসান আহমেদ পলাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কান্তি বড়–য়া, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, লাকসাম রেলওয়ে এসএসএই ওয়ার্কস রাম নারায়ন ধর, এসএসএই ওয়ে লিয়াকত আলী মজুমদার, জেআরআই সৈয়দ রেজাউল করিম জাহাঙ্গীর ও সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত জেআরআই মোঃ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট তুলে দেন শ্রমিক কর্মচারীরা।