যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল কমপ্লেক্সে হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হয়েছে।
একটি গাড়ি কমপ্লেক্সের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং তারপর চালক একটি ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে ছুটে যায় বলে বিবিসি জানিয়েছে।
কর্মকর্তারা গুলি করে ওই হামলাকারীকে হত্যা করে।
এই হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ সম্পর্কিত বলে মনে করছেন না ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান রবার্ট কন্তি।
তিনি বলেন, ‘‘যদিও এই হামলা আইন প্রয়োগকারীদের উপর ছিল বা যার উপরই হোক। এর শেষ দেখা আমাদের দায়িত্ব এবং আমরা সেটা করবো।”
ক্যাপিটল পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আঘাত পেলেও তার জীবননাশের আশঙ্কা নেই বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।