বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭২তম ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখা।
সকালে আঞ্চলিক শাখার সভাপতি মাহমুদুল হাসান রোম্মানের নেতৃত্বে লাকসাম হাউজিং এস্টেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মাহমুদুল হাসান রোম্মানের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি কাজী মাসউদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার নেতা কবির হোসেন মানিক, মুরশিদুর রহমান সোহেল, নুরুল হুদা রাজু, আব্দুল আউয়াল, দেলোয়ার হোসেন মনির, নজরুল ইসলাম ফিরোজ, আহসান উল্লাহ, তমিজ উদ্দিন চুন্নু, ইসমাইল হোসেন, জসিম উদ্দিন, তানজিলুর রহমান মাকনুন, ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্যকে ধারণ করে সমাজের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার আহবান জানান বক্তারা। সভাপতির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান রোম্মান বলেন, ‘আসুন আমরা মানবাধিকার দিবসের তাৎপর্যকে বুকে ধারণ করে সর্বত্র মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করি। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারকে সহায়তা করি। মানবসমাজ থেকে সকল হিংসা-বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক।’
ডেস্ক / এমজিজে / ২০২০ / ১২১১
২০২০-১২-১১