বরুড়ায় মহা-পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উপলক্ষে স্বরণকালের সর্বশ্রেষ্ঠ জশ্নে জুলুস অনষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুই ঘটিকায় বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে সকল সুন্নি পীর মাসায়েক নবীপ্রেমী আলেম-উলামা ও ভক্ত আশেকানদের অংশগ্রহনে এই জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সৈয়দ যোবায়ের হোসেন জুয়েলের পৃষ্ঠপোষকতায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহনে জুলুসটি বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রসা থেকে শুরু হয়ে মোস্তফা জানে রহমতফে লাখো সালাম ধ্বনিতে মূখরির করে বরুড়া বাজারের সকল সড়ক সহ আশপাশের এলাকা।
পীরসাহেব যার যার সুন্নিয়ত এক কাঁতার এই স্লোগান নিয়ে এবার বরুড়া উপজেলায় থাকা মাইজভান্ডার দরবার শরীফ, অলিতলা দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, বিশ্ব-জাকের মঞ্জিল, শাহপুর দরবার শরীফ, রেজভীয়া দরবার শরীফ, হাজীগঞ্জ আবেদ শাহ আল মাদানীর দরবার শরীফ, মাহাদিয়া দরবার শরীফ , চিশতিয়া দরবার শরীফ সহ অসংখ্য দরবারের ভক্ত ও আশেকান বৃন্দ অংশগ্রহন করে এই জুলুসকে আরো রংঙ্গিন করে তোলে।
বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বরুড়া উপজেলা শাখার সভাপতি ও সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী আকবর ফারুকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা খ্রোশেদ আলম ও মুফতি শাহজাহান সিদ্দিকীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অলিতলা দরবার শরীফের পীর সাহেব কাজী গোলাম উদ্দিন লতিফি আল কাদেরী, আঞ্জুমানে মইনিয়া মাইজ-ভান্ডারীয়ার সভাপতি, কুমিল্লা সনাকের সভাপতি রোটা. আলমগীর খান মাইজভান্ডারী, কাঁঠালিয়া দরবারের পীর সাহেব মাওলানা আবদুল বারি, সোনারচর দরবারের পীর সাহেব মাওলানা খন্দকার ওমর ফারুক সোনারচরী, কালিয়াপুর দরবারের পীর মাওলানা কাজী সলিমুল্ল্যাহ সাহেব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল মতিন, শাহপুর দরবার শরীফের খাদেম মাওলানা মো. শাহ আলম, সাংবাদিক মো. ইলিয়াছ আহমেদ, মাওলানা আবদুল হান্নান, মিজানুর রহমান জাফরী, বিভিন্ন মাদ্রসার অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন , মাওলানা মো. ইউনুছ ওয়াজেদিয়া, মাওলানা মো. মহশিন রেজা, মাওলানা মো. মফিজুল ইসলাম, তরিকত ফেডারেশন নেতা আবুল কালাম,আজমীরী খাদেম তাজুল ইসলাম ফকির, মাওলানা মো. জাকির হোসাইন, সাংবাদিক খোরশেদ আলম, মাওলানা মো. মোতালেব হোসেন, ভিপি মো. জামাল হোসেন, ইসলামী ছাত্র সেনা নেতা মো. জিয়া উদ্দিন ভূইয়া ,তুহিন উদ্দিন, জহীর আহমেদ, ফয়সাল হোসেন প্রমূখ।
এবার জুলুসে অলিতলা দরবার শরীফ ও শাহপুর দরবার শরীফের জুলুসের অংশগ্রহন ছিল লক্ষনীয়।