সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভ্রান্তিকর, গুজব ও মিথ্যা স্ট্যাটাস দেয়ার অভিযোগে যুবদল ও শিবিরের ৪ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ দুপুরে নরসিংদীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিজ্ঞ বিচারক শারমিন আক্তার পিংকি এর আদালতে এ মামলা দায়ের করা হয়।
আইনজীবী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ মামলা করেন। তিনি নরসিংদী জেলা আওয়ামীমোটরচালক লীগের সাবেক সাধারন সম্পাদক ও হিউম্যান রাইটস রিভিও সোসাইটি’র সাধারণ সম্পাদক। আদালতের বিচারক অভিযোগ গ্রহণ করে পলাশ থানার ওসিকে তদন্তের নিদেশ দেন।
মামলার আসামিরা হলেন, নরসিংদী জেলার পলাশ থানার চরনগরদী গ্রামের আব্দুল আজিজের পুত্র শরীফ রানা, ঢাকা জেলার আব্দুর রহমানের পুত্র আল আমিন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাতিমারা গ্রামের মরহুম মাওলানা জালাল আহমেদের পুত্র মোহাম্মদ মাসুদুল হাসান, সিলেট জেলার ওসমানী নগর থানার ছোট ধিরারাই নতুন বাজার গ্রামের মো. ইলিয়াছুর রহমানের পুত্র জোবায়ের আহমেদ। মামলায় আসামিদের ৪ জনের মধ্যে ৩জনই লন্ডন প্রবাসী।