কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের উত্তর পশ্চিম পাড়ার মৃত জুনাব আলীর ছেলে আতর আলীর গলায় দড়ি পরা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪/০৭/২০২০ইং রাত প্রায় ১২ টায় আতর আলীর বাড়ি থেকে ৫০০ গজ দূরে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশিরা।
তারপর নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসি ও স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যমতে বেশ কিছুদিন যাবত তাদের ভাইভাইদের মধ্যে পারিবারিক ও জমিজমা বিষয়ক বিভিন্ন বিরোধ চলে আসছিল।
ঘটনাস্থলে থাকা পুলিশ সেবা সংবাদকে জানান লাশ ময়নাতদন্ত পূর্বক এই মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য কাজ করবে।